আফগানিস্তানে এক সেনাঘাঁটিতে স্থানীয় সময় শুক্রবার (২১ এপ্রিল) বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪০। তাদের অধিকাংশই আফগান সরকারি বাহিনীর সদস্য। আহত হয়েছেন আরো অনেকেই। স্থানীয় তালেবান যোদ্ধারা এ হামলার দায় স্বীকার করেছে।
দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে। বলা হয়, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফের পাশে একটি সেনাঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। হামলার সময় সামরিক পোশাক পরিহিত অন্তত ১০ হামলাকারী সেনাবাহিনীর দুটি গাড়িতে করে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা হামলা চালায়।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজিরি জানান, হামলায় জড়িত ছিলেন অন্তত ১০ জন। তাদের মধ্যে ৭ জনকেই হত্যা করা সম্ভব হয়েছে। ২ জন আত্মহত্যা করেছেন। বাকি ১ জন আফগান বাহিনীর হাতে আটক হয়েছেন। নিরাপত্তা জোরদার করা হয়েছে সংশ্লিষ্ট এলাকার।
আফগান সেনাদের পাশাপাশি দেশটিতে অবস্থানরত বিদেশী সেনারাও বিভিন্ন সময় এ ঘাঁটিটি ব্যবহার করে থাকে। হামলার সময় সেখানে জার্মান সেনারা অবস্থান করছিলেন। তবে হামলায় অন্য দেশের কোনো সেনাসদস্য হতাহত হয়েছেন কিনা, তা নিশ্চিত নয়।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র জন থমাস এ হামলাকে আফগান সেনাদের বিরুদ্ধে ‘ভয়াবহ হামলা’ বলে মন্তব্য করেছেন। নিন্দা জানিয়েছে আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো কমান্ড।