ডিএমপি নিউজঃ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ২০১৮ সালে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ায় পর মেসির সঙ্গে আর মুখোমুখি সাক্ষাৎ হয়নি তার। গোটা ফুটবল বিশ্বই তাকিয়ে ছিল তাকিয়ে ছিল চ্যাম্পিয়ন্স লিগের দিকে।
সবার মনের আশা পূরণ করে চ্যাম্পিয়ন্স লিগের এবারের ড্রতে একই গ্রুপে পড়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্টাসে ও মেসির বার্সালোনা। গ্রুপ জি’তে মুখোমুখি লড়াই হবে তাদের।
এবার চ্যাম্পিয়ন্স লিগের কঠিন গ্রুপটা পড়েছে নেইমারদের কপালে। গ্রুপ এইচে তাঁদের সঙ্গে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের ও গতবারের সেমিফািইনালিস্ট লাইপজিগ।