গুঞ্জনটা তাহলে সতিৎই হল! কোচ হিসেবে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন জিনেদিন জিদান। শেষ পর্যন্ত তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা ক্লাবকে জানিয়ে দিয়েছেন।
এবারের মৌসুমটা একেবারেই ভাল কাটেনি রিয়াল মাদ্রিদের। ১১ বছরের মধ্যে প্রথমবারের কোন শিরোপা ছাড়াই শেষ করেছে এবারের মৌসুম ।
বিশ্বকাপ জয়ী জিদান ২০১৬ সালে প্রথম রিয়ালের দায়িত্ব নিয়েছিরেন। এরপরের মৌসুমেই রিয়ালকে লা লিগা শিরোপা উপহার দেন। এরপর তার অধীনে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড গড়ে। ২০১৯ সালে আবারো ফিরে এসে ২০২০ লা লিগা শিরোপা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা উপহার দেন রিয়ালকে।