ডিএমপি নিউজ : তিন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মর্জিনা বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা পুলিশ।
তিনি বলেন, আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহবাগ থানার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মর্জিনা বেগম দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।