করোনা ভাইরাসের কারণে প্রায় তিন মাস বন্ধ থাকার পর আগামী রোববার থেকে খুলছে পবিত্র মক্কা নগরীর দেড় হাজারের বেশি মসজিদ। শুক্রবার সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।
করোনার প্রাদুর্ভাবের পর মার্চে সাধারণ মুসল্লিদের জন্য বন্ধ করে দেওয়া হয় সৌদি আরবের সব মসজিদ। তবে দেশটির অন্যান্য শহরের মসজিদগুলো খুলে দেওয়া হলেও মক্কায় বন্ধ রাখা হয়।
সৌদি সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগামী রোববার ফজর থেকে মক্কা নগরীর ১ হাজার ৫৬০টি মসজিদ খুলে দেওয়া হবে।
মক্কা প্রদেশে ইসলামিক আফেয়ার্স মন্ত্রণালয় ছোট-বড় সব মসজিদে করোনা সংক্রমণ প্রতিরোধে সুরক্ষামূলক ব্যবস্থার জন্য কাজ করেছে। এর অংশ হিসেবে মসজিদের কার্পেটে নিরাপদ দূরত্বে দাঁড়ানোর চিহ্ন দেওয়া হয়েছে। বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক এই কাজে অংশ নিয়েছেন।
মক্কার আজিজিয়া ডিস্ট্রিক্ট সেন্টারের নির্বাহী পরিচালক ইব্রাহিম মেল্লি জানান, এই উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে মক্কার ছোট-বড় মসজিদগুলোতে নিরাপদ দূরত্বে মুসল্লিদের দাঁড়ানোর জন্য স্টিকার বসানো এবং তাদের নিরাপত্তা অবস্থা ও নিয়ন্ত্রণের শিক্ষা দেওয়া।