ডিএমপি নিউজ: ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি অপরূপ রঙে সেজেছে। নব ফাল্গুনের আবহ ছড়িয়ে পড়েছে মানব হৃদয়ে। প্রকৃতি আর প্রাণের উচ্ছ্বাসে যেন তৈরি হয়েছে উৎসব । সেই উচ্ছ্বাস পরিপূর্ণতা পেয়েছে তিন শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রমনা পার্কের বসন্ত উৎসব।
ফাল্গুনের প্রথম দিনে রমনা পার্কের গোলাপ চত্ত্বরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজিত এই বসন্ত উৎসব শুভ উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি। উৎসবে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকী।
ঢাক নৃত্যর মাধ্যমে শুরু হয় উৎসব। এরপর তিন শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রমনা পার্কে বসন্ত উৎসব উদযাপন করা হয়। পরবর্তী সময়ে একটি দৃষ্টিনন্দন বসন্ত শোভাযাত্রা রমনা পার্ক থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল আয়োজনে অংশগ্রহণ করে।