জাতিসংঘের একটি জরুরি প্রয়োজনীয় পোলিও ভ্যাকসিন বিমান শনিবার ইয়েমেনের বিদ্রোহী অধিকৃত রাজধানীতে অবতরণ করেছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের অবরোধ শিথিল হওয়ার পর তিন সপ্তাহের মধ্যে এই প্রথম কোন ত্রাণবাহী বিমান সেখানে অবতরণ করলো। অবরোধ শিথিল না করা হলে কয়েক হাজার বেসামরিক লোক মারা যেতে পারে বলে জাতিসংঘের পক্ষ থেকে সতর্ক করে দিয়েছিল।
প্রথম বিমানটির পরে আরো তিনটি বিমান শহরের বিমানবন্দরে অবতরণ করেছে। এর দুটিতে জাতিসংঘের ত্রাণকর্মী এবং একটিতে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের স্টাফ রয়েছে।