গুলি চলল মার্কিন দূতাবাসের সামনে। যার জেরে সমগ্র শহর জুড়ে ছড়াল তীব্র আতঙ্ক।
ঘটনাটি হাইতির রাজধানী শহর পর্তোপ্রাঁস এলাকায়। রাজধানী শহরে গুলি চালানোর ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। তার উপরে মার্কিন দূতাবাসের সামনে ঘটে যাওয়া এই ঘটনার ফলে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
হাইতির মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এই ঘটনার পরে সতর্কতা জারি করা হয়েছে। ট্যুইট করে সেই বার্তা জানান হয়েছে ওই দেশে বসবাসকারী মার্কিন নাগরিক এবং জনসাধারণের উদ্দেশ্যে। সেই ট্যুইটে লেখা হয়েছে, “যারা দূতাবাসের মধ্যে রয়েছেন তাঁরা অনুগ্রহ করে বাইরে যাবেন না। যদি কেউ মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে রওনা হয়ে থাকেন তাহলে কোনও নিরাপদ স্থানে আশ্রয় নিন।”
দূতাবাসের সামনেই ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। একই সঙ্গে ঠিক কোন জায়গায় গুলি চালানো হয়েছে সেটিও স্পষ্ট করে জানাতে পারেনি হাইতি প্রশাসন।
প্রশাসনিক দুর্নীতি নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে হাইতির জাতীয় রাজধানী শহর পর্তপ্রাঁস। বিভিন্ন সংগঠনের বিক্ষোভের কারণে অস্থির অবস্থা চলছিলই। এরই মাঝে এই গুলী চালানোর ঘটনার ফলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র শহর জুড়ে।
গত সপ্তাহেই হাইতি সফরে গিয়েছিলেন আমেরিকার একাধিক তারকা ব্যক্তি। দলগত হিংসার বিষয়ে বক্তব্য রাখতে মার্কিন কংগ্রেসের ম্যাক্সিন ওয়াটার্স এবং মার্কিন অভিনেতা দ্যানি গ্লোভার হাইতিতে গিয়েছিলেন।