তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ অংশ৷ রিখটার স্কেল অনুযায়ী কম্পনের মাত্রা ৬.৪৷ সংবাদসংস্থা এএনআই জানিয়েছে এই খবর৷
রবিবারের এই কম্পনে কমপক্ষে তিন জনের মারা যাওয়ার খবর মিলেছে৷ আহত ১২ জন৷ ইন্দোনেশিয়ার জনপ্রিয় সৈকত শহর লম্বোক আইল্যান্ডে কম্পন বেশি টের পাওয়া গিয়েছে৷ আরও এক জনপ্রিয় শহর বালিও এদিন সকালে দুলে ওঠে৷ কিন্তু সেখান থেকে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি৷
লম্বোকে মাত্র ১০ সেকেন্ড কম্পন টের পাওয়া গিয়েছে৷ তাতেই প্রায় লন্ডভন্ড হয়ে গিয়েছে শহর৷ একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে৷ ভয়ে মানুষ রাস্তায় নেমে পড়েন৷ সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের বেশ কিছু ভাইরাল হয়ে পড়ে৷ তাতে দেখা গিয়েছে, জনপ্রিয় একটি পার্কের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়৷ সেটি এখন বন্ধ রাখা হয়েছে৷