এপার ও ওপার বাংলার প্রিয়মূখ জয়া আহসান। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুবার ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আরো অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি। এবার এই অভিনেত্রীর প্রাপ্তির হালখাতায় যোগ হলো আরো একটি পুরস্কার।
এবার ওপার বাংলায় ‘তুমি অনন্যা ২০২০’ পুরস্কার পেলেন জয়া আহসান। শুক্রবার কলকাতার গায়েন মঞ্চে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
যেখানে জয়া হাজির হন মা রেহনা মেহমুদকে সঙ্গে নিয়ে। পুরস্কার নেয়ার সময় জয়া আহসানের পাশে আরো ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি, সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহানসহ অনেকে।
পুরস্কার প্রাপ্তির পর জয়া আহসান বলেন, নিঃসন্দেহে পুরস্কার পাওয়া ভালো লাগার বিষয়। বেশ সুন্দর আয়োজন ছিল। খুবই ভালো লাগছে এমন পুরস্কার পেয়ে।
সম্প্রতি জয়া অভিনীত কলকাতার ছবি ‘বিনি সুতোয়’ ও ‘রবিবার’ মুক্তি পেয়েছে। এছাড়াও ওপার বাংলায় মুক্তির অপেক্ষায় আছে ‘ভূত পরী’ ও ‘অর্ধাঙ্গিনী’ ছবি দুটি। বাংলাদেশে ‘বিউটি সার্কাস’, ‘পেয়ারার সুবাস’ ও ‘অলাতচক্র’ ছবিগুলো রয়েছে মুক্তি অপেক্ষায়।