ডিএমপি নিউজঃ সামুদ্রিক সীমানা এবং জ্বালানি সম্পদ নিয়ে গ্রিসের সঙ্গে বিবাদের জেরে উসকানি ও বল প্রয়োগের অভিযোগে তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পূর্ব ভূমধ্যসাগরে একতরফা পদক্ষেপ নেয়া থেকে আঙ্কারাকে বিরত থাকার আহ্বানও জানান ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন।
তিনি বলেন, ইইউ তুরস্কের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়। কিন্তু এটি তখনই কাজে আসবে যখন তুরস্কের উসকানি ও চাপ বন্ধ হবে। আশা করি তুরস্ক যে কোনও একতরফা পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকবে। যদি তুরস্ক কোন পদক্ষেপ নেয় তাহলে সম্ভাব্য সব বিকল্প বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইইউ।
পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাস সমৃদ্ধ এলাকায় তুরস্ক একটি জাহাজ পাঠালে গ্রিসের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। টানা উত্তেজনার পর তুরস্কের সঙ্গে গ্রিস একটি সামরিক হটলাইন স্থাপনে সম্মত হয়েছে।