ডিএমপি নিউজঃ রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-মোহাম্মদ শাহ (৫০), মোঃ ইদ্রিস (৩২) ও মোঃ এজাহার মিয়া (৫৪)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে এক হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তুরাগ থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান ডিএমপি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী তুরাগ থানার দিয়াবাড়ী মডেল হাইস্কুল সংলগ্ন লেডিস ফ্যাশন এর সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ মে, ২০২১) দুপুর ১২:৪৫ টায় উক্ত স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সাথে জড়িত মর্মে স্বীকার করেছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা রুজু হয়েছে।