ডিএমিপি নিউজঃ রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ নয়ন সিকদার (৩১)। এ সময় তার হেফাজত হতে ছয় কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
বুধবার (২৬ মে, ২০২১) রাত ১০:৪৫ টায় তুরাগ থানার খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তুরাগ থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান ডিএমপি নিউজকে জানান, এক মাদক ব্যবসায়ী তুরাগ থানার খালপাড় এলাকায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে সংবাদ পান। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা রুজু হয়েছে।