ডিএমপি নিউজঃ রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষী বেগম (৩৫) ও মোসাঃ কহিনুর আক্তার মিতু (৩২)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাত ৯:৩০ টায় তুরাগ থানার পশ্চিম রানাভোলা সাহেব আলী রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা রুজু হয়েছে।