ডিএমপি নিউজ : রাজধানীর তুরাগ এলাকা থেকে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ মাসুদ রানা ওরফে রানা ও মোঃ ইসহাক চৌধুরী। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৫ শত টাকা এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় তুরাগ থানার চন্ডালভোগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ।
উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহ্উদ্দিন বিপিএএ, পিপিএম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এক ব্যক্তি তুরাগ থানার চন্ডালভোগ এলাকায় একটি দোকানে কাজ শেষে বাসায় ফেরার সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মাসুদ ও ইসহাক মোটরসাইকেল যোগে এসে তার গতিরোধ করে এবং যা কিছু আছে দিয়ে দিতে বলে। গ্রেফতারকৃত ইসহাক ভিকটিমকে পিছন থেকে ধরে ফেলে এবং মাসুদ ভিকটিমের ৯ হাজার ৫ শত টাকা জোর করে ছিনিয়ে নেয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় ভিকটিম জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ ফোন করলে তুরাগ থানার টহলরত পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে আসে এবং ভিকটিমের কাছে বিস্তারিত ঘটনা শোনে। রাত ৩টায় টহলরত পুলিশ টিম তুরাগ থানার চন্ডালভোগ এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।