রাজধানীর তুরাগ নদের তীর ভাটুলিয়া মৌজা ও পরান মন্ডল টেক এলাকায় ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়।
বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, উচ্ছেদের মধ্যে রয়েছে তিনটি দোতলা বাড়ি, ছয়টি একতলা বাড়ি, ৯টি আধা পাকা ঘর, ১৩ টি টিনশেডসহ মোট ৭০ টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯ টা হতে উত্তরা ১০ নম্বর সেক্টরের নিকটবর্তী সাহেব আলী মাদ্রাসার পার্শ্ববর্তী তুরাগ নদের তীরে অভিযান পুনরায় শুরু হবে বলে জানান আরিফ উদ্দিন।
২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চলছে।