তুরস্কের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘টিসিজি গেলিবলু’ পাকিস্তানের করাচি বন্দরে নোঙর করেছে। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে তুর্কি যুদ্ধজাহাজ সেখানে গেছে। পাকিস্তানের নৌবাহিনী এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে।
শুক্রবার তুর্কি যুদ্ধজাহাজ পাকিস্তানের করাচি বন্দরে ভিড়েছে। সেখানে পাকিস্তানের নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা জাহাজটিকে স্বাগত জানান। এ সময় পাকিস্তানি নৌবাহিনীর বাদ্যযন্ত্র থেকে ঐতিহ্যবাহী সুর ভেসে আসে। কোনো কোনো সদস্যের হাতে দুই দেশের পতাকা শোভা পাচ্ছিল।
পাকস্তিানের নৌবাহিনী বলেছে, এ সফরের মধ্যদিয়ে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও বাড়বে। তুর্কি যুদ্ধজাহাজটি চারদিন পাকিস্তানের পানিসীমায় অবস্থান করবে। সফর চলাকালে দুই দেশের নৌবাহিনীর কমান্ডারদের মধ্যে মতবিনিময় হবে।