রাশিয়া বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে মাঠে নামছে ইংল্যান্ড-বেলজিয়াম।
শনিবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮টায় সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ইতিহাসের পুনরাবৃত্তিও করতে পারেনি ইংল্যান্ড। ইডেন হ্যাজার্ডের বেলজিয়াম স্বপ্ন দেখেছিল প্রথমবার বিশ্বকাপ জয়ের।
হ্যারি কেনের ইংল্যান্ড চেয়েছিল ৫২ বছরের বন্ধ্যাত্ব ঘুচিয়ে পুনরায় বিশ্বজয় করতে। স্বপ্নপূরণ হয়নি হ্যাজার্ড কিংবা কেনের। ইংলিশদের কান্নায় ভাসিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় ক্রোয়েশিয়া।
বেলজিয়ামের ফাইনাল অধরা করে রাখে এমবাপে, গ্রিজম্যানের ফ্রান্স। আগামীকাল রবিবার (১৫ জুলাই) মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফাইনাল খেলবে ফ্রান্স ও ক্রোয়েশিয়া।
এদিকে দুই সেমিতে পরাজিত দুই দলের লড়াইটা বেশ উপভোগ্য হবে বলেই মনে হচ্ছে। ফাইনালের দুঃখ ভুলতে জয়ের জন্য মরিয়া হয়েই খেলবে ইংল্যান্ড ও বেলজিয়াম। ম্যাচটি তৃতীয় স্থান নির্ধারণী হলেও থাকবে ‘ফাইনালের আমেজ’।
লাল দুর্গের সেনাপতি হ্যাজার্ড স্থান নির্ধারণী ম্যাচে নিজেদের সেরাটাই উপহার দেয়ার চেষ্টা করবেন জানিয়ে বলেন, ‘আমাদের স্বপ্নপূরণ হয়নি। তারপরও আমরা তৃপ্ত আমাদের পারফরম্যান্সে। ফাইনাল খেলতে পারলে ভালো লাগত অনেক। যেহেতু পারিনি, তাই এখন আমাদের সব মনোযোগ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের দিকেই।’
ইংল্যান্ডের চেয়ে বেলজিয়ামকে ভালো দল বলে মনে করেন তমা মুনিয়ে। গ্রুপ পর্বের প্রতিপক্ষকে আবারও হারিয়ে বিশ্বকাপে অন্তত তৃতীয় স্থান পেতে চান এই ডিফেন্ডার। নিষেধাজ্ঞার কারণে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে খেলতে না পারা মুনিয়ে এই ম্যাচে দলে ফিরবেন বলে ধরে নেওয়া হচ্ছে।