ডিএমপি নিউজঃ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে গাড়ি ছিনতাই করার সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিএমপি’র ট্রাফিক পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- ইয়াছিন (২০)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ছিনতাইকৃত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
২০ জুন, ২০১৯ বিকাল ৩.৪০ টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন রয়েল পেট্রোল পাম্পের সামনে হতে তাকে গ্রেফতার করে ট্রাফিক উত্তর বিভাগের মহাখালী ট্রাফিক জোনের কর্তব্যরত পুলিশ।
ট্রাফিক সূত্রে জানা যায়, ২০ জুন, ২০১৯ বিকাল ৩.৪০ টায় ঢাকা মেট্রো-গ-২১-৯৭৭৭ প্রাইভেট কারের মালিক গোলাম কিবরিয়া নিজে গাড়ী চালিয়ে মহাখালীর দিকে যাচ্ছিল। রয়েল পেট্রোল পাম্পের নিকটে আসার পূর্বে গ্রেফতারকৃত ইয়াছিন প্রাইভেট কারের পিছনে আঘাত করে। আঘাতের শব্দ পেয়ে কারের মালিক গাড়ী বিষয়টি দেখার জন্যে গাড়িটি থামায় এবং গাড়ির দরজা খোলে। এমন সময় গ্রেফতারকৃত ইয়াছিন গাড়ির ভিতর ঢুকে মালিকের চোখে-মুখে মলম জাতীয় ঔষধ লাগিয়ে কিল ঘুষি মেরে গাড়ি থেকে ফেলে দেয়। গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় কর্তব্যরত পুলিশ তাকে ধাওয়া করে। দ্রুত পালাতে গিয়ে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। তখন ট্রাফিক পুলিশ তাকে ছিনতাইকৃত গাড়িসহ হাতেনাতে ধৃত করে। পরবর্তীসময় গ্রেফতারকৃত ইয়াছিনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করেছে ট্রাফিক পুলিশ।
এ সংক্রান্তে তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।