ডিএমপি নিউজঃ রাজধানীর তেজগাঁও থানা এলাকা হতে ছিনতাই করার সময় ধারালো চাকুসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে তেজগাঁও থানার ফার্মগেট বাবুল টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নাম-আলমগীর (১৯) ও রাকিবুল হাসান রাকিব (২০)। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি চাকু উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা রুজু হয়েছে।