ডিএমপি নিউজঃ রাজধানীর তেজগাঁও বিভাগের উদ্যোগে করোনাভাইরাসের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তাবোধ সৃষ্টির লক্ষ্যে যৌথভাবে টহল দিয়েছে পুলিশ, র্যাব ও সশস্ত্র বাহিনী।
শুক্রবার (২৭ মার্চ) তেজগাঁও বিভাগের ৬টি থানা এলাকায় বিকাল ৪টা হতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ টহল চলে।
তেজগাঁও বিভাগ সূত্র ডিএমপি নিউজকে জানান, উপপুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এর তত্ত্বাবধানে মানুষ যাতে ঘরে অবস্থান করে তা নিশ্চত করতে তেজগাঁও বিভাগের ৬টি থানা (তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, আদাবর, মোহাম্মদপুর, হাতিরঝিল ও শেরেবাংলা নগর) এলাকায় পুলিশ, র্যাব ও সশস্ত্র বাহিনী টহল দেয়।