রাজধানীর তেজগাঁও এলাকা হতে এক হাজার বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পশ্চিম বিভাগের তেজগাঁও জোনাল টিম। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সগির হোসেন (৪৫), মোঃ কেনারুল ইসলাম (৩০) ও মোঃ শাহীনুর রহমান (৪০)। এ সময় গোয়েন্দা পুলিশ ইয়াবা বহনকারী ট্রাকটিও জব্দ করে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানানো হয়, ১১ জুন ২০১৮ বেলা ১৬.৫০ টায় তেজগাঁও থানার বিজয় সরণি ক্রসিং এলাকা হতে তাদেরকে ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এ সময় আরো কয়েকজন পালিয়ে যায়। যাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত কেনারুল ইসলাম ট্রাকটির হেলপার ও শাহীনুর রহমান ড্রাইভার হিসেবে পরিচয় দেয়। তারা বিভিন্ন সময়ে টাকার লোভে ট্রাক বা গাড়ীর মাধ্যমে সুকৌশলে ঢাকা মহানগরী, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় ফেন্সিডিল ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।