রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে ছিনতাই হওয়া একটি পিকআপ গাড়ী মতিঝিল এলাকা থেকে উদ্ধারসহ ঘটনায় জড়িত এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ ইয়াসিন (২৬)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ছিনতাই হওয়া একটি পিকআপ গাড়ী, একটি ধারালো দা, দুটি লোহার রড উদ্ধার করা হয়।
সোমবার (০৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০৩:৩০ ঘটিকায় মতিঝিল থানার আরামবাগ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে ছিনতাইকারী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানা পুলিশের সহায়তায় তেজগাঁও থানা পুলিশ আরামবাগ এলাকা থেকে ইয়াসিনকে গ্রেফতার করে এবং ছিনতাই হওয়া একটি পিকআপ উদ্ধার করে।

ছবি: উদ্ধারকৃত পিকআপ
থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃত ইয়াসিন একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও ও পল্টন থানায় ছিনতাই ও ডাকাতির চেষ্টার অপরাধে দুটি মামলা রয়েছে। উদ্ধারকৃত পিকআপ গাড়ী ছিনতাইয়ে নিজের সংশ্লিষ্টতার কথা ইয়াসিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।