সিরি-এ (ইতালীয় পেশাদার ফুটবলের সর্বোচ্চ লিগ) তে তোরিনোর বিপক্ষে ৩-১ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে নাপোলি।
গতকাল (শনিবার) অনুষ্ঠিত ম্যাচের ৬ মিনিটে জাম্বোর গোলে এগিয়ে যায় নাপোলি। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
৩৭ মিনিটে খাভিচা খাভাখেলিয়ার গোলে ব্যবধান তিনগুণ করে নাপোলি। ম্যাচের ৪৪ মিনিটে একটি গোল পরিশোধ করে তোরিনো। এ জয়ের ফলে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে নাপোলি।