ডিএমপি নিউজ: ছিন্নমূল মানুষকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণের আশ্বাসে গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকালে বাড্ডার দক্ষিণ আনন্দনগর এলাকায় জড়ো হয়ে একটি প্রতারক চক্র সাধারণ মানুষদের নিকট হতে টাকা আদায় করছিল।
এমন খবরের ভিত্তিতে বাড্ডা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো মোঃ মনির হোসেন(৫২), কাউসার আহাম্মেদ(২৩), মোঃ রমজান হোসেন(২৫), সোবহান ফকির(২৯), মোঃ সজিব(২০) ও মোঃ জসিম(২৬)।
এ সময় গ্রেফতারকৃতদের নিকট হতে ১১ হাজার ৫ শত টাকাসহ ১১৫ জনের নামের তালিকার একটি খাতা এবং ছবি ও ভোটার আইডি কার্ড উদ্ধার হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।