ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। আজ শুক্রবার (১৪ অক্টোবর) টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তান ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ডকে।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে কেন উইলিয়ামসনের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৩ বল বাকী রেখে ৫ উইকেটে ১৬৮ রান করে শিরোপা জয় করে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর কার্ড :
নিউজিল্যান্ড: ১৬৩/৭, ২০ ওভার (উইলিয়ামসন ৫৯, ফিলিপস ২৯, চাপম্যান ২৫, রউফ ২/২২)।
পাকিস্তান: ১৬৮/৫, ১৯.৩ ওভার (নাওয়াজ ৩৮*, রিজওয়ান ৩৪, হায়দার ৩১, ব্রেসওয়েল ২/১৪)।
ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান)।
সিরিজ সেরা: মাইকেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড)।