ত্রিদেশীয় সিরিজে আজ প্রথম মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে আজ ( ৭ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।
ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে এক মাত্র প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারেনি বাংলাদেশ। স্বাগতি আয়ারল্যান্ড ‘এ’ দলের সঙ্গে ব্যাট-বলে ব্যর্থতায় তারা হেরেছে ৮৮ রানে।
প্রস্তুতি ম্যাচের বিস্মৃতিকে ভুলে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চাইবে টাইগাররা। আর তাই আজকের ম্যাচে একাধিক পরিবর্তন আসতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস/সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।