মামলা রুজু হওয়ার এক দিনের মধ্যে ২২,০০,০০০ টাকা মূল্য মানের ফিল্ডার গাড়ি উদ্ধার সহ চুরির সাথে জড়িত অভিযুক্ত আসামীদের গ্রেফতার করলো উত্তরা পশ্চিম থানা পুলিশ।
আজ সোমবার চট্রগ্রাম মেট্রোপলিটন এলাকার পতেঙ্গা থানার ১৫ নং ঘাট এলাকা হতে উদ্ধার করা হয় গাড়িটি এবং গ্রেফতার করা হয় অভিযুক্ত দুই জনকে। গ্রেফতারকৃতরা হল- মোঃ আল আমিন (২৪) ও মোঃ বাদল মিয়া (১৯)।
এজাহার সূত্রে জানা যায়, উত্তরা ১১ নং সেক্টরের ১ নং রোডের ৩৯ নং বাসায় বসবাসরত আনোয়ারা সরকার গত ০২/০৭/২০১৭ ইং বেলা ১১.০০ ঘটিকার সময় বাসার নিচে গ্যারেজে রাখা তার মালিকানাধীন ঢাকা মেট্রো-গ-২২-৫৯৭১ নম্বরের গাড়ীটি অনেক খোঁজাখুজি করেও পাচ্ছিলেন না। গাড়ীর ড্রাইভার আলামিনকে ফোন দিলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।
এমতাবস্থায় তিনি পুলিশের আইনগত সহায়তা লাভের জন্য উত্তরা পশ্চিম থানায় চুরির মামলা রুজু করেন। তৎপর হয় থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুব্রত দাস বলছিলেন, সোর্স ও পাস্পরিক তথ্য বিনিময়ের সূত্র ধরে ফেনী জেলা পুলিশ ও চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের পতেঙ্গা থানার সহায়তায় চুরি যাওয়া গাড়িটি আজ সোমবার সকালে উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ আলী হোসেন খান জানান, প্রাথমিক তদন্তে আটককৃত অভিযুক্তরা ঘটনার সাথে নিজেদের সংশ্লিষ্টতা স্বীকার করেছে। তবে এর সাথে অপরাপর কেউ জড়িত আছে কিনা তা নিরুপনের জন্য এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বিজ্ঞ আদালতের কাছে আসামীদের রিমান্ডের আবেদন করা হবে।