বিতর্কিত চালের ভর্তুকি প্রকল্প মামলার রায়ে আদালতে হাজিরা দেননি থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। আর এতে ইংলাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে মামলার রায়ের জন্য আগামী ২৭ সেপ্টম্বর নতুন দিন ধার্য করা হয়েছে। শুক্রবার ওই মামলা রায় দেওয়া কথা ছিল, কিন্তু ইংলাক অসুস্থতার কারণ দেখি আদালতে উপস্তিত হননি।
ইংলাকের আইনজীবী জানিয়েছেন, ইংলাক অসুস্থ, তিনি কানে সমস্যায় ভুগছেন। ২০১৫ সালের মার্চ মাসে ইংলাকের বিরুদ্ধে চাল ক্রয় প্রকল্পে কয়েক বিলিয়ন ডলার ভর্তুকি দিয়ে সরকারি অর্থ অপচয় করার অভিযোগে মামলা হয়।
সুপ্রিম কোর্ট জানিয়েছেন, তারা মনে করেন না ইংলাক অসুস্থ। ইংলাক মিথা বলছ্নে কিংবা পালিয়ে আছেন। তাই আগামী ২৭ সেপ্টেম্বর রায়ের নতুন দিন ধার্য করা হয়েছে। সিএনএন এর খবরে বলা হয়, রায়ে ইংলাকের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং তিনি রাজনীতিতে আজীবন নিষিদ্ধ হতে পারেন।