ডিএমপি নিউজঃ প্রথমবারের মত অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ ‘থ্রো বল’ প্রতিযোগিতায় নারী ও পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আজ ৩০ নভেম্বর’১৭ বিকাল সাড়ে ৩ টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সাথে ডিএমপি’র থ্রো বল পুরুষ ও নারী দলের খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ডিএমপি নারী থ্রো বল দল ৩-০ সেটে এপিবিএন নারী থ্রো বল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে ডিএমপি’র পুরুষ থ্রো বল দল ৩-০ সেটে এপিবিএন পুরুষ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা কমিটির সূত্রে জানা যায়, এবারের চ্যাম্পিয়নশীপে নারী বিভাগে ডিএমপি, এপিবিএন, চট্টগ্রাম রেঞ্চ ও রেলওয়ে পুলিশের দল অংশগ্রহণ করে। আর পুরুষ বিভাগে অংশগ্রহণ করে ডিএমপি, এপিবিএন, রাজশাহী রেঞ্চ, খুলনা রেঞ্চ, চট্টগ্রাম রেঞ্চ ও রেলওয়ে পুলিশ।
গত ২৬ নভেম্বর থেকে গ্রুপ পর্বের মাধ্যমে খেলা শুরু হয়ে ৩০ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হলো।
বাংলাদেশে এই খেলাটা একদমই নতুন এই খেলার নিয়ম সম্পর্কে জানা যায়, একটি দলে ৭ জন খেলোয়ার মাঠে খেলতে পারবে। ২৫ পয়েন্টের এক সেট, তিন সেটে এক গেম। ভলিবলের মত কোট কেটে মাঝে নেট থাকবে। বল শুধুমাত্র হাতের তালু দিয়ে ধরে থ্রো করতে হবে। এতে শরীরের অন্য কিছু লাগানো যাবে না। বল মাটিতে পড়লে বা শরীরের অন্য যায়গায় লাগলে বিপক্ষ দল ১ পয়েন্ট পাবে।
ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ৫ সেটে। এখানে রেফারিং সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হয়। সকল খেলা বাংলাদেশ থ্রো বল ও আন্তর্জাতিক থ্রো বল ফেডারেশনের নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশ থ্রো বল পুরুষ/নারী চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবুল কাশেম বিপিএম। তিনি বাংলাদেশ পুলিশ থ্রো বল ও বেসবল ক্লাবের সভাপতি। চ্যাম্পিয়নশীপটির আয়োজন করে বাংলাদেশ পুলিশ থ্রো বল ও বেসবল ক্লাব।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- থ্রো বল বাংলাদেশ পুলিশে একেবারে নতুন একটি খেলা। এই খেলাটি সম্প্রতি পুলিশের খেলায় সংযুক্ত করা হয়েছে। নতুন খেলা হলেও আজ উভয় দলই চমৎকার খেলা খেলেছে। ভবিষ্যতে থ্রো বল খেলার জন্য পুলিশ বাহিনীর প্রতিটি ইউনিটে একটি দল গঠন করা হবে। খেলাটি নতুন হলেও অনেক মজার খেলা। আশা করি সকলে খেলাটি উপভোগ করেছেন।
তিনি খেলা পরিচালনা কমিটি, বিজয়ী ও বিজেতা উভয় দলকে অভিনন্দন জানান। বিজয়ী ও বিজেতা দলকে চ্যাম্পিয়ন ট্রফি, মেডেল প্রদান করেন। শৃংখলভাবে খেলার জন্য ‘ফেয়ার প্লে ট্রফি’ পায় রেলওয়ে পুলিশের ‘থ্রো বল’ দল।