ডিএমপি নিউজঃ রাজধানীর দক্ষিণখাঁন থানা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
১২ সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪ টায় দক্ষিণখাঁন থানার ৮নং রেলগেট এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
দক্ষিণখাঁন থানা সূত্রে জানা যায়, দক্ষিণখাঁন থানা পুলিশ গত ১ জুলাই, ২০১৯ ফায়দাবাদ চৌরাস্তা থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেফতার করে। এ সংক্রান্তে ঐদিন দক্ষিণখাঁন থানায় একটি মামলা রুজু হয়েছিল। মামলাটি বর্তমানে তদন্তাধীন। গ্রেফতারকৃতরা উল্লেখিত মামলার পলাতক অভিযুক্ত।