ডিএমপি নিউজ : রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে দক্ষিণখান থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৪ খ্রি.) সকাল পৌনে আটটার দিকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।
দক্ষিণখান থানা সূত্রে জানা যায়, আজ সকাল পৌনে আটটার দিকে দক্ষিণখানের গণ কবরস্থান রোডের রূপসীবাংলা নার্সারি সংলগ্ন একটি নির্মাণাধীন কর্দমাক্ত কাঁচা রাস্তা হতে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিন ছাড়া পিস্তলটি উদ্ধার করে দক্ষিণখান থানা পুলিশের টহল দল। উদ্ধারকৃত অস্ত্রটি একটি বিদেশী ৭.৬২ পিস্তল (মেড ইন চায়না)। পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি জব্দ করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।