ডিএমপি নিউজঃ রাজধানীর দক্ষিণখানে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) এর অপারেশনাল টীম। গ্রেফতারকৃতের নাম-সাব্বির (১৯) ।
এপিবিএন-৫ সূত্রে জানা যায়, ১৮ জুলাই বিকালের দিকে দক্ষিণখান থানার ইরশাল কলোনীর পূর্ব পাশে বটতলা নামক স্থানে সাব্বির নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে একজন পথচারীর পথ রোধ করে। তল্লাশীর নামে সাব্বির ঐ পথচারীর টাকা কেড়ে নেয়ার চেষ্টা করছিল। এমন সময় এপিবিএন-৫ এর টহল গাড়ি দেখে দৌঁড়ে পালানোর সময় এপিবিএন সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলে।
গ্রেফতারের পর তাকে দক্ষিণখান থানায় হস্তান্তর করা হয়েছে।