ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬ রানের জয় পেয়েছে ভারত।
গতকাল (রবিবার) অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৭ রানের বিশাল সংগ্রহ পায় ভারত।
জবাবে ব্যাটে করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২১ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। এই ম্যাচে জয়ের ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করলো ভারত।