দক্ষিণ আফ্রিকার পিটারমারিজবার্গ শহরে একটি বসতবাড়িতে বন্দুকধারীর অতর্কিত হামলায় একই পরিবারের ১০ জন নিহত। নিহতদের মধ্যে সাতজন নারী, তিনজন পুরুষ এবং একজন ১৩ বছর বয়সী কিশোর রয়েছেন।
শুক্রবার পুলিশ এ তথ্য জানায়। তবে এ হামলা ও হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলেনি পুলিশ।
একজন সন্দেহভাজন পুরুষ কয়েক ঘণ্টা পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় এবং এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়। চতুর্থ সন্দেহভাজন পালিয়ে গেলেও তার পরিচয় জানা গেছে এবং তাকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক প্রতিবেদন অনুসারে, পূর্ব কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারমারিটজবার্গ শহরের বাড়িতে বন্দুকধারীরা পরিবারটির ওপর অতর্কিত আক্রমণ করেছিল। স্থানীয় সময় শুক্রবার ভোররাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সূত্র : রয়টার্স