জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর চিত্রনায়িকা পপিকে নতুন রূপে নিয়ে আসছেন দর্শকদের সামনে। হ্যাঁ এবার মিউজিক ভিডিওতে দেখা যাবে তাক। আসিফের গাওয়া ‘সাদা আর লাল’ শিরোনামের একটি গানে মডেল হলেন পপি। এখানে আসিফকে দেখা যাবে ষাটের দশকের হিরোদের স্টাইলে। আর পপিকে দেখা যাবে চিত্রনায়িকা হিসেবেই।
আসিফ আকবর জানান, এটি আগস্টের ১১ তারিখে জিপি মিউজিক ও বায়োস্কোপে আসবে। আর গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ১৭ তারিখ। প্রযোজনা করছে গানচিল।