ডিএমপি নিউজ: রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ সিদ্দিক (৪০) ও নাসরীন ফারজানা ওরফে রুমি (৩০) ।
অভিযানের নেতৃত্ব দেওয়া উত্তরা জোনাল টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু ডিএমপি নিউজকে জানান, ৭ জানুয়ারি, ২০২১ বিকাল ৫.১৫ টায় কমলাপুর রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা অবৈধ ইয়াবার ব্যবসা ও বিক্রয়ের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা রুজু করা হয়েছে।