ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে বিমানবন্দর থানার ক্লুলেস দস্যূতা মামলার ছিনতাই হওয়া ৪০ লক্ষ টাকার মধ্যে ৬ লক্ষ টাকা উদ্ধারসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। ১৭ জানুয়ারি’১৮ বুধবার রাজধানীর বাড্ডা এবং যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচলনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ জুয়েল রানা (২৬), মোঃ মাসুদ রানা (৩২) ও মোঃ আন্টু হাওলাদার (৩০)। গ্রেফতারের সময় জুয়েল রানার নিকট হতে ২ লক্ষ টাকা এবং মাসুদ রানা ও আন্টু হাওলাদার এর নিকট হতে ৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
এই সংক্রান্তে ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিং এ ডিবি’র যুগ্ম পুলিশ কমিশনার মোঃ আবদুল বাতেন পিপিএম বলেন, গত ৬ ডিসেম্বর’১৭ তারিখ অনুমান ১২.৩০ টায় মামলার বাদী তার কোম্পানীর কর্মচারীদের বেতন পরিশোধের জন্য ঢাকা ব্যাংক, জসিম উদ্দিন রোড শাখা, উত্তরা হতে হিসাবরক্ষক ও ড্রাইভার এর মাধ্যমে ৪০ লক্ষ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে মাইক্রোবাসযোগে অফিসে আসার সময় তারা বিমানবন্দর থানাধীন উত্তরা ১নং সেক্টরের ১২ নম্বর রোডের পশ্চিম পাশে সেক্টরের সার্ভিস রোডের মাথায় পৌঁছালে অনুমান ০১.০০ টায় অজ্ঞাতনামা ৩/৪ জন দুস্কৃতিকারী ডিবি পরিচয়ে রোডের মাথায় ব্যারিকেড দিয়ে জোর পূর্বক তাদের গাড়ীতে উঠে ড্রাইভার এবং হিসাবরক্ষককে মারধর করে সমুদয় টাকা নিয়ে যায়। উক্ত ঘটনাটি উদঘাটনের লক্ষ্যে ডিবি (উত্তর) বিভাগের একটি টিম ডিএমপি’র সিসি ক্যামেরা হতে ভিডিও ফুটেজ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, ছিনতাই প্রতিরোধ এবং ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য রাজধানীর বিভিন্ন স্থানে ডিবি পুলিশের অভিযান অব্যাহত আছে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ।