আমাদের অনেকেরই দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস আছে। অনেক সময় উত্তেজনার মাত্রা বেড়ে গেলে হাত নিজে থেকেই যেন উঠে আসে মুখের কাছে। দাঁত দিয়ে নখ কাটার এই আপাত নিরীহ অভ্যাসটি কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, দাঁত দিয়ে নখ কাটার সময় ত্বকের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে সেপসিস হয়ে যায়।
কিন্তু কী এই সেপসিস? চিকিৎসকদের মতে, যে কোনো ছোটখাটো সংক্রমণ (ইনফেকশন) থেকেই সেপসিস হতে পারে। সাধারণত আমাদের শরীরে কোনো ইনফেকশন হলে তা এক জায়গায় সীমাবদ্ধ থাকে এবং সারা শরীরে তা ছড়িয়ে পড়া থেকে তাকে আটকায় আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা। কিন্তু সংক্রমণের মাত্রা তীব্র হলে তা শরীরের বিভিন্ন অঙ্গে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে সারা শরীরে প্রদাহ সৃষ্টি হয়। এটিই হলো সেপসিস। এটি মোটেই উপেক্ষা করার মতো বিষয় নয়। সেপসিস এবং সেপটিক শকের কারণে প্রতি বছর সারা বিশ্বে অন্তত ৬০ লাখ মানুষের মৃত্যু হয়।
জেনে নেয়া যাক সেপসিসের মূল উপসর্গগুলো কী কী…
- প্রচণ্ড দুর্বল ভাব
- কথা জড়িয়ে আসা
- শ্বাস কষ্ট হওয়া
- প্রবল কাঁপুনি বা পেশিতে ব্যথা
- সারা দিনে একবারও মূত্রত্যাগ না হওয়া
- ত্বক বিবর্ণ হয়ে যাওয়া