অস্ট্রেলিয়ার দাবানল সংকটকালে ছুটিতে থাকায় সমালোচনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী স্কট মরিসন তাঁর ছুটি সংক্ষেপ করে হাওয়াই থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীতে ফিরে গেছেন।
মরিসন তার এই ভ্রমনের জন্য দুঃখ প্রকাশ করেন। দাবানল মোকাবিলায় দুই স্বেচ্ছাসেবীর প্রাণহানির পর তিনি তার ছুটি সংক্ষিপ্ত করার ঘোষণা দেন। দেশটিতে চলতি সপ্তাহে রেকর্ড ভাঙা তাপ প্রবাহের ফলে দাবানল নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। দাবানল মোকাবিলায় কয়েক হাজার স্বেচ্ছাসেবী দিশেহারা।
এদিকে সিডনীর কয়েক লাখ লোক ধোঁয়ায় অবরূদ্ধ। এমতাবস্থার প্রেক্ষিতে চাপের সম্মুখীন হয়েছেন মরিসন।
মরিসন শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘আমি অত্যন্ত দু:খিত যে, বহুসংখ্যক অস্ট্রেলিয়ান যখন ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত এমন সময়ে আমি সপরিবারে ছুটি নিয়েছি।’