কেভিন এন্ডারসনের বিপক্ষে জয় পেয়েছে ফেদেরার। দক্ষিণ আফ্রিকান টেনিস খেলোয়াড়কে দাঁড়াতেই দেননি সুইস তারকা। আর এতে সেমিফাইনাল নিশ্চিত করেছেন সুইস তারকা রজার ফেদেরার।
অন্যদিকে, ডেনিস শাপাভালোভ সেমিতে উঠেছেন। জয় পেয়েছেন সরাসরি সেটে। প্রথম সেটে ৬-০ গেমে জয় পান ফেদেরার। পরের সেটে কিছুটা প্রতিরোধ গড়েন এন্ডারসন। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেননি। ৬-৪ গেমে এই সেট জিতে নেন ফেদেরার।
সেমিফাইনালে শাপাভালোভের মুখোমুখি হবেন ফেডেক্স। যুক্তরাষ্ট্রের ফ্রান্সিসকে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছেন ১৯ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়। ৬-৭, ৬-৪ ও ৬-২ গেমের জয়ে কোয়ার্টারের বাধা টপকেছেন এই কানাডানিয়ান যুবা।