ডিএমপি নিউজঃ রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর দারুস সালাম থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ জাহাঙ্গীর আলম।
রবিবার (২৭ মার্চ ২০২২) সন্ধ্যা ৬:৫০ টায় দারুস সালাম থানার গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দারুস সালাম থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ ডিএমপি নিউজকে বলেন, একজন মাদক ব্যবসায়ী দারুস সালাম থানার গাবতলী এলাকার নাবিল পরিবহন বাস কাউন্টারের সামনে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা রুজু হয়েছে।