রাজধানীর দারুস সালামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে দারুস সালাম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ শামীম (৩৩) ও ২। মোঃ সবুজ পাটোয়ারী (২৮)। তারা দারুস সালামের লালকুঠি এলাকায় বসবাস করতো।
রবিবার (২৭ অক্টোবর ২০২৪ খ্রি.) রাত সাড়ে দশটায় দারুস সালামের বর্ধনবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
দারুস সালাম থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে দারুস সালাম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় থানার টহল পুলিশের দল সংবাদ পায় বর্ধনবাড়ি এলাকায় একটি বাড়ির সামনে কয়েকজন দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত সাড়ে দশটায় থানার টহল দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায়ে শামীম ও সবুজকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাদের কাছ থেকে ১টি স্টিলের চাকু ও ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা রুজু হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরাসহ অন্যান্য পলাতক অভিযুক্তরা দারুস সালাম থানার বর্ধনবাড়ি এলাকাসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার জন্য উক্ত স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।