দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর চালকসহ দু’জন নিহত হয়েছেন। দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টর উল্টে ইঞ্জিনের নীচে পড়ে চালক শাহিনুর ইসলাম শাহিন এবং পার্বতীপুরের হলদিবাড়ী রেলক্রসিং এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইদ্রিস আলী নামে এক পথচারী নিহত হয়েছেন।
নিহত শাহিনুর ইসলাম শাহিন (২০) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দেড়াই গ্রামের আমির আলীর ছেলে এবং ইদ্রিস আলী (৬৫) পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চকমুসা এলাকার মৃত সাবের আলীর ছেলে।
আজ চিরিরবন্দর উপজেলার আন্ধারমুহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে দুর্ঘটনায় চালক শাহিনুর এবং পার্বতীপুরে বুধবার রাতে পথচারী ইদ্রিস আলী নিহত হয়।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকালে চালক শাহিন ইটভাটায় মাটি সরবরাহের জন্য দ্রুত গতিতে ট্রাক্টর নিয়ে আন্ধারমুহা খাড়ির পাড়ে যাওয়ার সময় বাঁক ঘুরতে গিয়ে ট্রাক্টর উল্টে ইঞ্জিন তার উপর চাপা পড়লে ঘটনাস্থলেই সে মারা যায়। চিরিরবন্দর থানার ওসি মো. হারেসুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করেছে।
অপরদিকে, পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, রাজশাহী থেকে নীলফামারীগামী একটি মালবাহী ট্রাক পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী রেলক্রসিং এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ইদ্রিসকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।