পাঁচ বছরের সোনু এবং ছয় বছরের রাজ। গাড়ির মধ্যেই ৯ ঘণ্টা আটকে থেকে দমবন্ধ হয়ে মৃত্যু হল এই দুই শিশুর। গত মঙ্গলবার রাতে দিল্লির রানহউলার কাছে দাস গার্ডেনের ঘটনা।
পুলিশ জানিয়েছে, গত বুধবার দুপুর তিনটে নাগাদ বাড়ি ফেরেন সোনুর বাবা, পেশায় গাড়িচালক রাজু। গাড়ি গ্যারেজে রেখে তিনি ঘরে ঢুকে যান। খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়েও পড়েন। কিন্তু হঠাৎই তাঁর মনে পড়ে, গাড়ির দরজা লক করতে ভুলে গিয়েছেন। ঘর থেকেই ‘রিমোট কি’ দিয়ে গাড়ি লক করে দেন। পুলিশের ধারণা, ততক্ষণে সোনু ও রাজদরজা খোলা পেয়ে গাড়িতে ঢুকে পড়েছিল। খেলতে খেলতে ক্লান্ত হয়ে তারা হয়তো ঘুমিয়ে পড়ে।
বিকেলের দিকে দুই শিশুকে না পেয়ে খোঁজ শুরু করেন রাজুরা। ঘরে-বাইরে তাদের খুঁজে না পেয়ে রানহউলা থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করে বাড়ির লোক। থানা থেকে ফিরে গাড়ি নিয়ে বেরোতে গিয়ে থমকে যান রাজু। তাঁর চোখে পড়ে, গাড়ির সিটে এলিয়ে আছে তাঁরই দুই সন্তান।
সঙ্গে সঙ্গেতাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা সোনু এবং রাজকে মৃত বলে ঘোষণা করেন।