দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ের আসর বসতে যাচ্ছে খুব শীঘ্রই। জানা যায় আগামী ২০ নভেম্বর ইতালির লেক কোমোতে বসতে চলেছে তাদের বিয়ের আসর। উপস্থিত থাকবে পরিবারের সদস্য ছাড়া কিছু নিকট বন্ধু। বিশেষ এদিনে ডিজাইনার সব্যসাচীর আউটফিটে সাজবেন দীপিকা। শোনা যাচ্ছে, সোনা, হিরে বা প্ল্যাটিনাম নয় বিয়ের দিন রুপোর গয়নায় সাজতে চান দীপিকা।
তবে নিজেদের ব্যক্তিগত মুহূর্তগুলো গোপন রাখতে চান দীপিকা ও রণবীর। সে কারণে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মোবাইল না ব্যবহার করার অনুরোধ করবেন। বিয়ের পাঠ চুকিয়ে গেলে আবার ফোন ব্যবহার করতে পারবে তারা। বিভিন্ন সময় নানান জল্পনার ধুলো উড়েছে বলিউড পাড়ায়। তবে জানা গিয়েছে ২০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়বেন তারা।
অভিনেতা-অভিনেত্রীর সবসময় পছন্দের জায়গা ইতালি। তাই এই জায়গাকে বিয়ের ভেনু হিসাবে বেছে নিয়েছেন তারা। নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা কথা বলতে চান দুজনের কেউই। সেই কারণে বিয়েতে নিমন্ত্রিত থাকবেন দুই পরিবারের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা। জানা গিয়েছে সেই লিস্ট ৩০ জনের বেশি নয়।