টাবু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত তেলেগু সিনেমা ‘পানড়ুরাঙ্গাড়ু’। ২০০৮ সালে মুক্তি পায় এটি। দীর্ঘ এক দশক পর আবারো তেলেগু সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন টাবু। ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত ‘নানা নেনু’ সিনেমায় অভিনয় করবেন তিনি।
এতে দক্ষিণী সিনেমার অভিনেতা আল্লু অর্জুনও অভিনয় করবেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমাটিতে আল্লু অর্জুনের মায়ের চরিত্রে অভিনয় করবেন টাবু। এই চরিত্রের জন্য পরিচালক দুজন অভিনেত্রীর কথা ভেবেছিলেন। টাবু রাজি না হলে অভিনেত্রী নাদিয়াকে নেওয়ার চিন্তা করেছিলেন। কিন্তু চিত্রনাট্য শুনে এতে অভিনয়ের জন্য রাজি হয়ে যান টাবু। তবে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি। আগামী ৬ এপ্রিল সিনেমাটির শুটিং শুরু হবে।
টাবু অভিনীত তেলেগু ভাষার ‘কুলি নম্বর ওয়ান’ সিনেমাটি ১৯৯১ সালে মুক্তি পাওয়ার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু করেন টাবু।
আশির দশকের শুরুতে চলচ্চিত্রাঙ্গনে পা রাখা ভারতীয় এ অভিনেত্রী হিন্দি, তামিল, তেলেগু, ইংরেজি ও বাংলা ভাষার সিনেমায় অভিনয় করেন।