দীর্ঘদিন বিরতি দিয়ে এবার বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস অভিনয়ে জুটি বাঁধছেন অভিনেতা ডি এ তায়েবের সঙ্গে। বাংলা সিনেমার সুপার হিট নায়ক শাকিব খানের সঙ্গে জুটি ভেঙ্গে তায়েবের সঙ্গে এটাই হবে তার প্রথম জুটি। আর অপুর সেই সিনেমার নাম ‘কাঙাল’।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হওয়া কথা রয়েছে। ছবিটির পরিচালক বদিউল আলম খোকন সাংবাদিকদের এ খবর জানান।
নায়ক শাকিবহীন এটাই তার প্রথম যাত্রা। এ যাত্রায় কতটা সফল হবেন তা নিয়ে ভক্তদের মনে কৌতূহল রয়েছে। সেদিক থেকে কাশেম আলী দুলালের চিত্রনাট্যে ‘কাঙাল’ অপু বিশ্বাসের জন্য বড় একটা চ্যালেঞ্জ।
ছবিটি গল্প তিন শীর্ষ সন্ত্রাসীকে ঘিরে বলে জানিয়েছেন অভিনেতা ডি এ তায়েব। গত ঈদে ‘সোনা বন্ধু’ নামে ছবি করে বড় পর্দায় অভিষেক হয় তার।
শুটিং শুরু এক মাস বাকি রয়েছে। এরই মধ্যে নিজেকে শারীরিক ও মানসিকভাবে ফের প্রস্তুত করছেন অপু বিশ্বাস। ভালো একটি কাজ হবে বলে তিনি আশা করছেন।
‘কঙাল’-য়ে আরো অভিনয় করবেন মিশা সওদাগর, আনোয়ারা বেগম, বাপ্পী চৌধুরী, অরিন প্রমুখ।
বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবিটি ছিল শাকিব-অপু জুটির মুক্তিপ্রাপ্ত সর্বশেষ কাজ। গত এক দশকে ৭০টির বেশি চলচ্চিত্রে জুটি বেঁধে কাজ করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এ জুটির বাণিজ্যিক সফলতাও ছিল দুর্দান্ত।