বর্তমান সময়ের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানকে বিজ্ঞাপনচিত্রে তেমন দেখা যায় না। তবে লম্বা বিরতির পর দেশীয় ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান আবারও নতুন একটি বিজ্ঞাপনে অভিনয় করতে যাবে । গেলো সোমবার টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান বাংলালিংকের বিজ্ঞাপনটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কিং খান। এরইমধ্যে রিহার্সালেও অংশ নিয়েছেন তিনি। আর এই বিজ্ঞাপনে শাকিবের বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিজ্ঞাপনটির শুটিং শুরু হবে। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন নির্মাতা আদনান আল রাজীব। এর আগে ‘পাওয়ার এনার্জি ড্রিংকস’র বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন শাকিব খান। ওই বিজ্ঞাপনে শাকিবের বিপরীতে ছিলেন চিত্রনায়িকা ববি।
ঢালিউডের পাশাপাশি টালিউডের ছবিতেও কাজ করছেন শাকিব। এই মুহূর্তে ‘একটু প্রেম দরকার’, ‘শাহেনশাহ’ ছবির কাজ করছেন। শিগগিরই ‘বীর’ ছবির কাজ শুরু করবেন। শাকিব অভিনীত ‘নোলক’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া কলকাতার আরও কিছু ছবিতে অভিনয় করবেন শাকিব।
সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন শাকিব। প্রথম ছবি সফলতা পায়নি। তবে ক্যারিয়ারের দ্বিতীয় বছরেই ‘গোলাম’ ছবিতে তখনকার নাম্বার ওয়ান নায়িকা শাবনূরের বিপরীতে অভিনয় করে আলোচিত হন।