আধুনিক ক্রিকেটে কত রানের সংগ্রহ নিরাপদ সেটা অনুমান করা বেশ মুশকিল। ওয়ানডেতে সাড়ে তিনশ ছাড়িয়েও হারতে হচ্ছে হরহামেশা। টি-টোয়েন্টিতে দুইশ ছাড়িয়েও হারতে হচ্ছে। গতকাল তার আরও একটা উদাহরণ মিলল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে (আইপিএল) দুইশ ছাড়িয়েও দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে সাত উইকেটে হারতে হয়েছে গুজরাট লায়ন্সকে! সেটাও পনেরো বল হাতে রেখে!
কাল আইপিএলের একমাত্র ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও গুজরাটের ইনিংস যখন শেষ হলো স্কোরবোর্ডে ২০৮ রান। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে হারিয়ে এই রান তুলেছে সুরেশ রায়নার দল। রায়না নিজেরই বড় অবদান এতে। মাত্র ৪৩ বল খেলে ৭৭ করেছেন ভারতীয় অলরাউন্ডার। এছাড়া দিনেশ কার্তিক করেছেন ৩৪ বলে ৬৫।
এই ম্যাচটা হারবে গুজরাট, প্রথম ইনিংসের পর এমন ভাবনা গুটিকয়জনের মনেও হয়তো উদয় হয়নি। কিন্তু এই অভাবনীয় কাজটাই করে দেখালেন রিশাভ পান্ট ও সাঞ্জু স্যামসনরা।
বেচারা পান্ট বড় একটা আক্ষেপ নিয়েই অবশ্য মাঠ ছেড়েছেন। তিন রানের জন্য সেঞ্চুরি পাননি। তবে তার মাত্র ৪৩ বলে ৯৭ রানের ইনিংসটিই দিল্লিকে জয় এনে দিয়েছে। পান্টের উপর একটা দিক দিয়ে কিন্তু খুশিই হতে পারেন গুজরাটের ফিল্ডারররা! কারণ পান্ট যখন ব্যাটিং করছিলেন বেশি দৌড়াদৌড়ি তো করতেই হলো না।
৯৭ রানের ৭৮-ই চার-ছক্কা থেকে। এই ৭৮ এর ৫৪-ই আবার ছক্কা থেকে। নয়টি ছক্কা হাঁকিয়েছেন ১৯ বছর বয়সী তরুণ। তাকিয়ে তাকিয়ে শুধু দেখতে হয়েছে গুজরাটের ফিল্ডারদের। এর আগে ওপেনার সাঞ্জু স্যামসন ৩১ বলে ৬১ করে ভিত্তিটা সাজিয়ে দিয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় ২১৪ রান তুলে ফেলে দিল্লি।